পটিয়ায় নার্সের বাসায় গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা…..!

 পটিয়া প্রতিনিধিঃ৩১আগস্ট

 পটিয়া পৌরসভা ২নং ওয়ার্ড মুন্সেফবাজারস্থ নারী জাগরণ সংস্থার পাশে জসিম টাওয়ারের ২য় তলায় অমিত মল্লিক (২১) নামে  এক কলেজ ছাত্রের গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে এ ঘটনাটি ঘটে। জানা যায়, অমিত মল্লিক গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার রামশীল  খন্ডা গ্রামের অরুন মল্লিকের পুত্র ।

সকাল ১১টায় পটিয়া থানার পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরন করেন।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অমিত মল্লিক দীর্ঘদিন ধরে তার বড় বোন পটিয়া সেন্ট্রাল হসপিটালের নার্স অর্পিতা মল্লিকের সাথে মুন্সেফ বাজার জসিম টাওয়ারের ২য় তলায় বি-ফ্লাট নং-৫০৩ ভাড়া বাসায় থাকত।

প্রতিদিনের ন্যায় গতরাতে ভাত খেয়ে তার রুমে ঘুমাতে যায়। সকালের অমিত মল্লিককে তার বোন অর্পিতা মল্লিকে ডাকতে গেলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিয়ে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সনের (অনার্স) ১ম বর্ষে’র ভর্তি জন্য আবেদন করে ।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, পৌরসভা ২নং ওয়ার্ড মুন্সেফবাজারস্থ নারী জাগরণ সংস্থার পাশে জসিম টাওয়ারের ২য় তলায় অমিত মল্লিক নামের এক ছাত্রে’র লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে’র জন্য লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। কি কারণে আত্নহত্যা করেছে তা এখনো সঠিক তথ্য জানা যায়নি।

তবে স্বচ্ছ তদন্ত করে শীঘ্রই ঘটনার কারণ জানানোর চেষ্টা অভ্যাহেত থাকবে। এব্যাপারে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি তদন্ত রাশেদুল জানিয়েছেন্

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ