তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়ন আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় শ্রদ্ধা জ্ঞাপন করেন- সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবরি, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, প্রচার সম্পাদক মবিন খান উজ্জ্বল,
সদস্য আব্দুল জলিল শেখ, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি গাজী সারওয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান দুলাল বেপারী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্যামল পাল, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিন খোকা, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান,
ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামন কাজল মাস্টা, কৃষকলীগের সভাপতি আলী আকবর মিয়া, ইউপি সদস্য দেলোয়ার হোসেন দর্জি, ফারুখ খান, রুকন খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এ্যাড,স,ম, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সেলিম ফকির, সাধারণ সম্পাদক- ফারুক খান,
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (রানা), ইউনিয় ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, সাধারণ সম্পাদক ইঞ্জি: নাঈম মোল্লা প্রমুখ। দোয়া শেষে আগত অতিথি ও উপস্থিত সকল মেহমানদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
অপর দিকে বুধবার সকালে উপজেলা বৌন্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগের যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের ম্যানিজ কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুল গাফফার, সাংবাদিক মোঃ খোরশেদ আলম খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা বেগম, সহকারী শিক্ষক তানবির আহমেদ, সীমা আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য-সালমান লালমিয়া, মঞ্জুর বেপারী, শরিয়ত উল্লাহ, বিলকিছ বেগম, চন্দ্র রাণী দাস প্রমুখ