ঘড়িতে তখন সকাল ৮টা ২০ মিনিট। তখনও বিদ্যালয়ের নীল রঙয়ের ইউনিফর্ম পড়া। গলায় ঝুলছে বিদ্যালয়ের পরিচয়পত্র। আর মাত্র ৫০০ গজ এগিয়ে গেলেই প্রিয় বিদ্যালয়। কিন্তু এতটুকু পথ আর পারি দেয়া হলো না। হাঁটতে হাঁটতে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে এসে হঠাৎ মাথা ঘুরে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল মেধাবী শিক্ষার্থী কানিছ ফাতেমা কনা।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ভ্যানস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। কনা উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘড়গ্রামের ফজলুর রহমানের মেয়ে ও তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
এদিকে কনার মৃত্যুর খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ অন্য শিক্ষক-কর্মচারী ও সহপাঠীরা। কনার হঠাৎ মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তার সহপাঠীরা।
তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খায়রুল বাশার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত ছাড়া স্কুলছাত্রী কনার মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।
তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি জানান, কনার এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।