স্বামীর প্রতি ভালো বাসা আদর্শ বউ হিসেবে রুপে গুণে নোয়াখালীর মেয়েরা এগিয়ে”” বিবাহ উপযুক্ত ছেলে সন্তানের জন্য অনেক অভিভাবক রুপে গুণে অন্যন্যা এমন মেয়ে খুঁজেন কিন্তু প্রায় সময় খুঁজে পেতে ব্যর্থ হন । মনের মত পুত্র বধু না পাওয়ার কারণে অনেক সময় সংসারে কলহ সৃষ্টি হয় । এক্ষেত্রে নোয়াখালীর মেয়েরা হতে পারে উপযুক্ত সমাধান।
নোয়াখালী মেয়ে বিয়ে করেছেন এমন কয়েকজন স্বামীর সাথে কথা বলতে গেলে তারা বলেন ” বউ হিসেবে নোয়াখালীর মেয়েদের বিকল্প আর কিছু হতে পারে না , কারণ হিসেবে তারা বলেন সংসারের দৈনন্দিন কাজ ,সংসার গুছিয়ে রাখা ,সন্তানদের দেখাশুনা এবং শ্বশুর-শাশুরির মত শ্রদ্ধাশীল এই সব কিছু একমাত্র নোয়াখালীর মেয়েদের মধ্যেই পাওয়া সম্ভব বলে জানান তারা