সীতাকুন্ড প্রতিনিধিঃ০৩জুলাই
চট্টগ্রাম র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রামে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ৩ জুলাই রাত্র ২টায় র্যাব চট্রগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জোড়ামতল এলাকাস্থ কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি কালে দুইজন সন্দেহজনক ব্যক্তি কে আটক করেন।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১।ড্রাইভার মোঃ ইদ্রিস (৩০), পিতা- আতাউর রহমান, সাং-কাজিপাড়া, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি এবং ২। হেলপার মোঃ মোরশেদ (২১), পিতা-মৃত এমদাদুল হক, সাং-মুসলিম পাড়া, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়িদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপকজিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে নিজ দখলে থাকা ট্রাকে থাকা ০২ টি বস্তার ভিতরে লুকানো অবস্থায় ১৯ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয় এবং উক্ত ট্রাকটি (ঢাকা মেট্টো-ড-১৪-৭৮১৯) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং জব্দকৃতট্রাকের অনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয় বলে র্যাবের মিডিয়া অফিসার মোঃনূরুল আবছার এক প্রেস বার্তায় সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।