মুঃবাবুল হোসেন বাবলা:০৫জুলাই,চট্টগ্রাম
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিং মোড়ে ১৫-২০দিন যাবত অনবরত ওয়াসার পানি অপচয় হচ্ছে।
এই ছবির দৃশ্য বিগত ১৫/২০ দিন যাবত শতশত লিটার-গ্যালন পানি দেতারসে অপচয় হবার খবর ওয়াসা কৃর্ত পক্ষ কে জানালেও কোন সাড়া দেন নি বলে ভুক্তভোগিদের অনেকে জানিয়েছেন।
৫জুলাই সোমবার সরজমিনে সিমেন্ট ক্রসিং মোড়ে ওয়াসার পাইপ লাইন পেটে পানি গড়িয়ে পরার দৃশ্যটি ক্যামরা ধারণ করলে লোকজন নানা তথ্য-উপাত্ত দিতে থাকেন ।
তাদের একজন আব্দুল হক বলেন, বৈধ লাইন নিয়েও পানি না পাওয়ার অভিযোগ দিয়েও কোন ফল পাচ্ছি না।আর অন্যদেক এভাবে দিনের পর দিন ওয়াসা নামক প্রতিষ্ঠানটি কেন জানি আমাদের কথা কানেই তুলছে না।
মালুম বাড়ির যুবক তালেব জানায়, সিমেন্ট ক্রসিং থেকে স্টিল মিল বাজার এলাকা পর্যন্ত ওয়াসার সংযোগকৃত বৈধ লাইনে পানির বলগেট বন্ধ করে কিছু প্রভাবশালী মহল আমাদের কষ্ট দিচ্ছেন।

আর এদিকে ২০/২৫ দি ধরে দেতারসে পানি অপচয় হলেও ওয়সার লাইনম্যান/সুপারভাইজার খবর পেয়েও কোন ব্যবস্থা না নেওয়ায় প্রতিদিন হাজার হাজার জনগণ সহ পথচারীরা পানিতে নোংরা ছিটকে পড়ে দারুণ ভোগান্তিতে পড়ছেন।
আশ-পাশের দোকানী সহ স্থানীয় জনসাধারণ, মুসল্লি পরিষদ ও বাজারে আগাত ক্রেতারা পানি গুলো দ্রুত বন্ধ সহ ওয়াসার লাইন সংস্কারের দাবি তুলেছেন। আর ওয়াসার লোকজনদের ঘুম ভাঙ্গানীর ঔষধ খাওযানোর কথা ক্ষোভের সহিত জানান সচেতন জনসাধারণ। বিষয়টি জনগুরুত্ব ভেবে চট্টগ্রাম ওয়াসা কৃর্তপক্ষ কে দ্রুত ব্যবস্থা নিতে ভুক্তভোগিারা জানিয়েছেন।।