নিজস্ব প্রতিনিধিঃ৩০জুন
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ড্রেনে পড়ে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ষোলশহর দুই নম্বর গেইট এলাকার চশমা হিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির।
তিনি বলেন, ওই অটোরিকশাতে মোট পাঁচজন যাত্রী ছিল। গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত দুইজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবরের ছবি-সংগৃহিত