রাজধানীর খামারবাড়ির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগে।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে খামারবাড়ির তিন নম্বর সাততলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানতে চেষ্টা চলছে বলে তিনি জানান।