যুক্তরাজ্যে একদিনে রেকর্ড ৬৮৪ জনের মৃত্যু

ণঘাতী করোনাভাইরাসে যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৬০৫ জনে দাঁড়ালো।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৭৮৪ জনের শরীরে পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ১৬৮ জন।

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। এতে মারা গেছে ৫৫ হাজার ১৭০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২২ হাজার। ইন্ডিপেনডেন্ট, জনস হপকিন্স ইউনিভার্সিটি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ