বিনোদন ডেস্কঃ৩০জুন
জনপ্রিয় মডেল – অভিনেত্রী কুসুম শিকদার একজন ভালো কন্ঠশিল্পী হিসেবেও সমান পরিচিত। মাঝে মধ্যেই তিনি গান নিয়ে হাজির হন তার অগণিত দর্শক – ভক্ত আর তার গানের শ্রোতাদের মাঝে। প্রায় চার বছর পর মৌলিক গান নিয়ে আবার নিজের গায়িকা স্বত্তার জানান দিচ্ছেন লাস্যময়ী ও সুরেলা সুন্দরী কুসুম শিকদার। সম্প্রতি কক্সবাজার ও টেকনাফে ‘মরীচিকা’ শীর্ষক গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন তিনি।
নিজের এই নতুন গানটি সম্পর্কে জানতে চাইলে কুসুম বলেন, শুটিংয়ে যাওয়ার আগে বৃষ্টি নিয়ে ভয় ছিল। কিন্তু শুটিংয়ের সময় বৃষ্টি হয়নি। ঠিকঠাক কাজটি শেষ করেছি। ভালোও লেগেছে কাজটি করে। গানটির কথাও আমার লেখা। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন মাহমুদ সানী। গানটির ভিডিও নির্মাণ করেছেন রায়হান খান।
প্রাতিষ্ঠানিকভাবে গান শিখে আসা জনপ্রিয় তারকা কুসুম শিকদার ২০১৭ সালে ‘নেশা’ শীর্ষক একটি গানচিত্র প্রকাশ করেন৷ তারপর ২০২০ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’তে ‘তোমায় হৃদ মাঝারে রাখিব’ শিরোনামের একটি দ্বৈত গান গাওয়ার পাশাপাশি এতে মডেলও হন। এরপর গাইলেন ‘মরীচিকা’। মেলো রক ধাঁচের নিজের এই নতুন গানটি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কুসুমকে অভিনয়ে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালের একটি নাটকে। অভিনয়ের ব্যাপারে তিনি বলেন, এখন আমার কাছে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের প্রস্তাব আসে প্রচুর। গল্প, চরিত্র, নির্মাতা সবকিছুর সমন্বয় মনের মতো না হওয়ায় এগুলোতে কাজ করা হচ্ছে না৷ আমি একসময় মাসের ২৫ দিন কাজ করেছি। তখন এতকিছু ভাবতাম না। এখন আমার সাথে মানানসই কাজ না পেলে করা হবে না।
জানা যায়, গেলো মার্চে তাম্রলিপি প্রকাশ করে কুসুমের গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’। তার জন্য কিছু প্রচারণাতেও অংশগ্রহণ করেন তিনি। নতুন লেখার বিষয়ে তিনি বলেন, আমি লিখছি। তবে এখনও বই প্রকাশ করারা অবস্থায় আসেনি।
উল্লেখ্য, কুসুম শিকদারের প্রথম গানের অ্যালবাম ‘তুমি আজ কত দূরে’ প্রকাশিত হয় ১৯৯৯ সালে। সেটি ছিল তার গাওয়া একক অ্যালবাম। তিনি গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।