টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শাহীন (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। এতে তার সঙ্গে থাকা জাহাঙ্গীর (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার জোড়দিঘী ফুলমালি চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন উপজেলার সাগরদিঘীর ফুলমালির চালা এলাকার রোস্তম মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করে ঘাটাইলের সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন জানান, জাহাঙ্গীর নামে একজনকে নিয়ে শিশু শাহীন উপজেলার জোড়দিঘী বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে পাশের কয়াদি বাজার যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শাহীনের মাথায় গুরুতর আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।