আজকের সত্য সংবাদঃ ডেক্স নিঊজঃ মরহুম আইয়ুব আলী সঃদাগরের জানাযা ওদাপন সম্পুর্ন হয় গত ১৭/০৯/২০১৯/ মঙ্গল বার রাত ১১’টা ২০ মিঃ সময় । বন্দর নগরী চট্টগ্রামের ৩৮ নং ওয়ার্ড ।বাকের আলী ফকিরের টেক বরখান পাড়া । এমপি লিয়াকতের বাড়ী বন্দর চট্টগ্রাম। মরহুম আইয়ুব আলী সঃদাগর” তার নিজ বাসায় ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহ.রাজিউন । মৃত্যু কালিন মরহুমের বয়স ছিল ৯৬ বৎসর। তিনি ছেলে মেয়ে সন্তান নাতি নাতনি জামাই সহ । অনেক আপন জনদের রেখে চিরতরে বিদায় নিয়ে চলে যান” পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন আমিন।
