বন্দরে ঘোষণা বহির্ভূতভাবে সুতার বদলে চীন থেকে এলো বালু

পোশাক কারখানার জন্য সুতা আমদানির ঘোষণা দেওয়া একটি কনটেইনারে বালু পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বালুভর্তি কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে খালাসের সময় আটক করা হয়েছে। ঘোষণা বহির্ভূতভাবে বালু এনে বিদেশে টাকা পাচার করা হয়েছে বলে ধারণা কাস্টমস কর্মকর্তাদের।

সোমবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের ‘ওভারফ্লোইয়ার্ড’ থেকে কনটেইনারটি আটক করা হয় বলে জানিয়েছেন কাস্টম হাউস কর্মকর্তারা। এর আগে গত ২৪ জানুয়ারি একই আমদানিকারকের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, সোহারা ফ্যাশনের নামে চট্টগ্রাম কাস্টম হাউসে দুইটি বিল অব এন্ট্রি দাখিল হয় গত ২২ জানুয়ারি। এক্সিম ব্যাংকের ইনভয়েস ভ্যালু যথাক্রমে ২৫ হাজার ৫০৫ ডলার এবং ২৪ হাজার ১৯২ ডলার। এ প্রতিষ্ঠানের ঘোষণা ছিল পলিয়েস্টার সূতা। কিন্তু ৪০ ফুট দীর্ঘ কনটেইনারটিতে পাওয়া গেছে বালুর বস্তা। এর আগে একই প্রতিষ্ঠানের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া গিয়েছিলো।

বালুগুলোর নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষা করা হবে। এরপর কাস্টম আইনে মানি লন্ডারিং মামলা হবে জানিয়ে চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা বন্দরের ইয়ার্ডে গিয়ে কনটেইনারটি আটক করি। সেখানে তল্লাশিতে সুতার পরিবর্তে আমরা বালু পাই।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ