আকমাল হোসেন, (নওগাঁ) প্রতিনিধিঃ প্রশাসনের সাথে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত । পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকল ধর্মের ধর্মীয় নেতাদের নিয়ে সন্ত্রাস,-জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও সমসাময়িক বিষয়ে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
ইসলামিক ফাউন্ডেশন পত্নীতলার সুপারভাইজার আনম রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), মহিলা ভাইস-চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সহকারী কশিশনার ভুমি সানজিদা সুলতানা,পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা পূর্জা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গৌতম দে, নিকাহ্ রেজিষ্টার পত্নীতলার মাওলানা মেশারফ হোসেন, মডেল কেয়ার টেকার পত্নীতলার মাওলানা উমর ফারুক, রনাইল জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুস সালাম, ঠুকনিপাড়া লুথারেন মিশনের পুরহীত রেভাঃ স্বপন মার্ডী, সুজিত চক্রবর্তী, সাংবাদিক দিলিপ চৌহান সহ অন্যান্য সূধীজন প্রমূখ।