পটিয়ায় লকডাউন অমান্য করে বৌ-ভাত আয়োজন:ম্যাজিস্ট্রেটের হানায় পালালো সবাই

 পটিয়া প্রতিনিধিঃচট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় লকডাউনের ৩য় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বৌ-ভাত অনুষ্ঠান করায় তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার কেলিশহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন।

তিনি বলেন, দুইদিন আগে বিয়ে হয় দুলাল মহাজনের ছেলের। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে ছেলের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠান আয়োজন করে। তাই তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে কমলমুন্সিরহাটে, কালি মন্দির রোড, বুধপুরা, কেলিশহর, হাইওয়ে রোডে স্বাস্থবিধি না মেনে চলাচল ও দোকানপাট খোলা রাখায় ৮ জনকে ৭’শ টাকা জরিমানা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

অপর দিকে পটিয়ায় ৪র্থ দিনে স্বাস্থ্য না মানায় ভ্রাম্যমান আদালতের ০৯মামলায়  ১৩৫০টাকা জরিমানা আদায় করেন। গতকাল রোববার দুপুরে উপজেলার হাইদগাঁ  ইউপি ও পৌরসভার বাসস্টেশন এলাকায় স্বাস্থ্য বিধি ও মাস্ক না পরাতে এই অবিযা পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন। অন্যদিকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ২৫জনের  নমুনা পরিক্ষা করে  ২বছরের শিশু সহ ১১জন করোনায় আক্রান্ত হয় বলে হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান  সাজু বড়ুয়া জানিয়েছেন। 

উপজেলার বিভিন্ন স্থানে যানচলা চলে হাইওয়ে পুলিশ ও ইউএনও  নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে ট্রাপিক চেক পোস্ট স্থাপন অব্যাহেত আছে বলে থানা সূত্রে জানা গেছে।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ