পটিয়ায় নতুন বাইপাস সড়কে যাত্রীবাহী বাস খাদে: আহত ১৫

 পটিয়া প্রতিনিধিঃ১৩জুলাই,চট্টগ্রাম

পটিয়ার নতুন বাইপাস সড়কে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে বলে আমাদের পটিয়া প্রতিনিধি ওপটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, খাদে পড়ে যাওয়া বাসের চাপায় সাদিয়া (১১) নামের এক শিশুর ডান হাত থেঁতলে গেছে। এ সময় শিশুটিকে উদ্ধার করতে গেলে তার মা আমজুমান আরাও (৩২) আহত হন। শিশুটিকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহত অন্যদের নাম পরিচয় জানা যায় নি।

জানা গেছে, লকডাউনে গণপরিবহন চলাচলে কঠোর বিধিনিষেধ থাকলেও তা অমান্য পটিয়া বাইপাস সড়ক দিয়ে প্রতিদিন সকালে চলাচল করছে যাত্রীবাহী কিছু বাস।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম   বলেন, ‘লকডাউনের মধ্যে প্রায় সময় সাতকানিয়া-লোহাগাড়া থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরে যায় বাসগুলো।একটি বাস আরেকটিকে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি উদ্ধার করেছে। তবে গাড়ি চালক পালিয়ে গেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ