পটিয়া প্রতিনিধিঃ০৭জুলাই
চলমান লকডাউনে আজও বুধবার স্বাস্থ্য বিধি লংঘন করায় পটিয়া উপজেলা প্রশাসন পটিয়ায় হাইদগাঁও, বাসস্টান্ডসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা করেছেন প্রায় অর্ধশত জনগণ কে। তারা নানা অজুহাতে ঘর থেকে বের হয়ে সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন অর্থদন্ড আদায় করেন।
এসময় মাস্ক পরিধান করার জন্য সর্বসাধারণকে উদ্বুদ্ধ করণ কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। তবে কাউকে কারাদন্ড দেয়া হয়নি।অভিযানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও লোক চলাচল নিয়ন্ত্রণ করেন।
পটিয়ায় লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে সংবাদ প্রতিনিধি কে জানিয়েছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদজনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন।
এদিকে পটিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা এবং মাস্ক পরিধান না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
অভিযানে পটিয়া রেলস্টেশন বাজার, মাদ্রাসা এলাকা, মুন্সেফ বাজার, ডাক বাংলামোড় বাজার এলাকা, মাদ্রাসা রোড সহ অলি-িগলিতে অভিযান করেন পটিয়া থানা।