নৌবাহিনীর খাদ্য সামগ্রী বিতরন মোংলায় ১৫০ পরিবারের মাঝে

করোনা প্রতিরোধে মোংলা,বাগেরহাট ও বরগুনায় ব্যাপক কর্মযোগ্য চালাছে নৌবাহিনী। সাতটি কন্টিজেন্টয় এর আওতায় ১৯০ জন নৌ সদস্য নিরলস কাজ করে যাচ্ছে ওই এলাকা গুলোতে।

শনিবার সকালে মোংলার দ্ধিগরাজ বাজার ও তৎসংলগ এলাকায় জিবানু নাশক স্প্রে ছিটানো অব্যাহত রেখেছে নৌবাহিনীর ফায়ার ইউনিট। এছাড়াও শনিবার মোংলার উপজেলার দরিদ্র ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সাম্রগ্রী বিতরন করেছে।

একই সাথে সামাজিক দুরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করনের লক্ষে কাজ করে যাচ্ছে সংস্থাটি। মোংলা দ্বিগরাজ ঘাটির কন্টিজেন্ট কমান্ডার লেঃ তানবির খান বাগেরহাট২৪কে জানান,করোনা প্রতিরোধে না হওয়া পর্যন্ত তাদের কায্যক্রম অব্যাহত থাকবে

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ