মোহাম্মদ মহসিন খান ,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে কাঠুরী যুব সমাজের উদ্যোগে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে কর্মহীন লোকদেরকে মাঝে প্রায় ২ শত পরিবারকে সহায়ক খাদ্য সামগ্রী বিতরণ করে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে পবিত্র মাহে রমাজান উপলক্ষে কর্মহীনদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সুবিধা ভোগীদের মাঝে চাল, আলু ও তেল প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি, উপজেলা আওয়ামী লীগ মোঃ নিজাম উদ্দিন, সাবেক ভিপি নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদ এবং সহ সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট মোঃ ফরহাদ হোসেন ডেভিড ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ প্রসঙ্গে মোঃ ফরহাদ হোসেন ডেভিড বলেন, সরকারের পাশাপাশি আমাদের মতো যুবকরা প্রতিটি গ্রামে উদ্যোগ নিয়ে এ ভাবে কর্মহীন লোকদেরকে মাঝে দাঁড়ালে অসহায় মানুষ গুলোরএকটু হলেও কষ্ট লাঘব হবে। অন্যান্যের মধ্যে আরো উপস্থিতি ছিলেন আরিফুল ইসলাম নবা,জিহাদ হোসনে ডিপটি, সাদিকুল্লাহ টোটন,মোশারফ হোসেন রফিকুল ইসলাম , সামসুল হক সামচু,রিপন,মশিউর রহমান বাবলু,আকাশ, লিটন, শাহজাহান মোল্লা,নাজিম উদ্দীন হাবিবুর প্রমুখ ।