নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আজ নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। যে ছবিতে তার বিপরীতে থাকছেন ‘অন্তর্জাল’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া নায়ক ইয়াশ রোহান।
ছবিটির নাম ‘পর্দার আড়ালে’। এটি পরিচালনা করবেন পারভেজ আমিন।ছবিটর গল্পটিও তার।
নুসরাত ফারিয়া জানান, রোববার আর টিভির কার্যালয়ে ছবিটিতে চুক্তিবদ্ধ হোন তিনি। ছবিটির শুটিং শুরু হবে জানুয়ারির শেষের দিকে।
প্রযোজনা সংস্থা থেকে জানানো হয় জানুয়ারির শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। গল্পের প্রয়োজনে ছবিটিতে আরও অনেক গুণীশিল্পী চুক্তিবদ্ধ হবেন।