দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ

বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাইলেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। রবিবার (১ অক্টোবর) বিকালে গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “শেখ হাসিনার অঙ্গিকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” উন্নয়ন শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মথুরাপুর আলোর দিশারী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২, গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনে নৌকার মাঝি হিসেবে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদকেই দেখতে চান।

গোবিন্দগঞ্জ মাটি ও মানুষের পরীক্ষিত নেতাকে নৌকা মার্কার মনোনয়নে বিপুল ভোটে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন তারা। আলোচনা ও মতবিনিময় সভায় ছয়ঘড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী বিপুল চন্দ্র মাস্টারের সভাপতিত্বে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে আলোচনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সন্তান গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, তালুককানুপুর ইউপির সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর সামাদ মাস্টার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দ।

তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিচুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ লিটন, ডাঃ জিন্নাহ আলী দুলা, সেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার আল-আমিন, শ্রী সজল, ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সভাপতি জিন্নাতুল ইসলাম, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সদস্য ওয়ালিদ, তালুককানুপুর ইউনিয়ন যুবলীগ নেতা রাহেনুল প্রমুখ।কপি নবচেতনা

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ