মোহাম্মদ মহসিন খান নাগরপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি কর খাবার বিতরণ করেছে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । ”
পুষ্টি উন্নয়ন এর বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এমন প্রতিপাদ্য কে সামনে রেখে পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ । মঙ্গলবার ( ২৮এপ্রিল) দুপুরে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এ কর্ম সূচির আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম নাগরপুর সদরের ৬০ জন দুঃস্থ ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে পুষ্টি কর খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ শাহেদ আল ইমরান, ডা: শরিফুল ইসলাম খান, সদর ইউপি চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ। পুষ্টি কর খাবারের পেকেটে ছিল, চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তৈল, সাবান ও মাস্ক