আমিনুল হক শাহীন, বিশেষ প্রতিবেদক:
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর অঙ্গীকার দেশ হবে জনতার এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম মহানগরের কর্মীসভা ২৮ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এমডিএম চট্টগ্রাম মহানগরের সভাপতি এমরান চৌধুরী সভাপতিত্বে ও সোমা মুৎসুদ্দির সঞ্চালনায় আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এন ডি এম এর সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী।
মহানগর ছাত্র আন্দোলন এনডি এমএর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সভাপতি শাহরু ফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর এনডি এম এর দপ্তর সম্পাদক ওমর ফারুক, যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চুন্ন খান, চট্টগ্রাম মহানগর এনডি এমের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ হৃদয়, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মাসুদ রানা, জুয়েল, মা ও শিশু হাসপাতালের অধ্যক্ষ ডক্টর সানাউল্লাহ সহ এনডি এম চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন জেলা ও থানা নেতৃবৃন্দ কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।