চট্টগ্রাম বন্দরে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই নিজ নিজ কর্মস্থলে।

দেশের এই কঠিন পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর সম্পূর্ণভাবে সচল। কোন প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তারা স্ব স্ব দায়িত্ব পালন করছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলেও তারা নির্দ্বিধায় কর্ম পরিচালনা করছে।

 

বিশেষ করে পাইলট যারা বিদেশি জাহাজ গুলো চট্টগ্রাম বন্দর জেটিতে নিয়ে আসে তারা খুব বেশি ঝুঁকিতে রয়েছে, ঝুঁকির বাহিরে কেউই নয়, মেরিন ডিপার্টমেন্ট সবসময়ই বিদেশি জাহাজ সাথে কাজ তাদের, বিদ্যুৎ ডিপার্টমেন্ট রেফার কন্টেইনার নিয়ে ঝুঁকির মধ্যে থাকে সর্বক্ষণ, এরূপ নিরাপত্তা ডিপার্টমেন্ট সর্বক্ষণিক দুশ্চিন্তায় থাকে, তাই সকল কর্মকর্তা-কর্মচারীর আবেদন কর্তৃপক্ষ অতি দ্রুত সকলের সুরক্ষা নিশ্চিত করবে।

 

কর্মস্থল খোলা থাকার কারণে সকলকে নিজ নিজ কর্মস্থলে আসতে হচ্ছে এর মধ্যে যানবাহন সংকট এবং প্রশাসনের হয়রানি তো আছেই । তাই বন্দর কর্তৃপক্ষ দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আশাবাদী।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ