প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে আসবেন না” প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা”

আজকের সত্য সংবাদঃ ও  মুক্তখবর24.কমঃ  প্রকাশক / সম্পাদক www.16bangla.tv পরিচালক মোঃহারুন অর রশিদ”

 

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’  তিনি বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন। নিজে সুরক্ষিত থাকেন। অপরকেও সুরক্ষিত রাখেন।’

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা” সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘সকলেই আল্লাহর কাছে দোয়া করেন। কাবা শরিফ মদিনা শরিফেও কারফিউ দেওয়া হয়েছে। কাজেই মসজিদে না গিয়ে ঘরে বসে আল্লাহকে ডাকেন। যেন আমরা বিশ্ববাসী এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি,

 

কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে আসবেন না। ঘরে থেকে করোনার মোকাবেলা করুন সবাই। নিজে সচেতন থাকুন।

 

পরিবারের সবাইকে সচেতন থাকতে বলুন। তাতে সবার মঙ্গল হবে । দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।দেশের মানুষকে কত ভালো বাসে।

 

করোনা ভাইরাস থেকে   আপনাকে আমাকে দেশের মানুষকে রক্ষা করার জন্য” মাইক হাতে নিয়ে আজ রাস্তায় নেমেছে। দেশের মানুষকে সচেতন হওয়ার জন্য বার বার আহ্বান জানাচ্ছেন।

 

আমরা কেন এখনো সচেতন হচ্ছিনা। আসুন আমরা সবাই সচেতন হই নিজে বাচবো আমাদের পরিবারকে বাচাবো বাংলাদেশের মানুষকে বাচাবো ।

 

আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাচাবো।

ধন্যবাদ  বাংলাদেশের সকল মানুষকে। আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ