কালীগঞ্জে ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত

তৈয়বুর রহমান  গাজীপুরের কালীগঞ্জে বরাইয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার বরাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাংগালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মীর মোনজারিন, উদ্বোধক সাবেক ইউপি সদস্য রোকন খান।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাহা উদ্দিন আকন্দ বাহার, ওয়ার্ড আ’লীগের সভাপতি রুস্তম আলী খান, ইউপি সদস্য হুমায়ুন কবির ভুইয়া, শহিদুল্লাহ্ দর্জি শহীদ প্রমুখ। ফাইনাল খেলায় জাংগালিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ ৩৬ রানে বরাইয়া ক্রিকেট একাদশকে পরাজিত করেন।

ম্যান অব-দ্যা ম্যাচ হয়েছে ইউনিয়ন ক্রিকেট একাদশের মাহবুর রহমান। পরে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ