কালিহাতীতে নিখোঁজে ৬ দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৬ দিন পর এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক সিলিমপুর গ্রামের জীবন চন্দ্র আর্যের ছেলে জয় চন্দ্র আর্য(২৪)।

মঙ্গলবার(২ আগস্ট) বিকেলে কালিহাতী পৌরসভার সিলিমপুর পশ্চিম পাড়া এলাকার বেতক্ষেত থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে জয় চন্দ্র আর্য হঠাৎ কোথায় যেন চালিয়া যায়। অনেক খুঁজাখুঁজি করে না পাওয়ায় ৩১ জুলাই নিহতের স্ত্রী আশা দাস কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করে। 

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক উঁচু গাছে ঝুলন্ত অবস্থায় আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ