করোনা: দেশজুড়ে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ আক্রান্তদের বিশেষ চিকিৎসা দিতে দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।


করোনাভাইরাস প্রতিরোধে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার ইউনিট চালু করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক লিফলেট বিতরণসহ সতর্কতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, সবাই সতর্ক হয়ে চলবেন এতো ভয় পাওয়ার কিছু নাই। গণ সংযোগ জায়গা এগিয়ে চলার পাশাপাশি বাবার হাত ধুতে হবে যাতে জীবাণু মরে যায়।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ১২৫ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। প্রাথমিকভাবে হাসপাতালটির মূল ভবনে ৫ শয্যার ইউনিট করা হ‌য়ে‌ছিলো। তবে আইসোলেটেড করার নির্দেশনা থাকায় নতুন ভবনে স্থানান্তর করা হয়। নতুন এ ইউনিটের জন্য স্থান এবং সামগ্রী থাকলেও চিকিৎসক ও কর্মচারী সংকটের কথা জানিয়েছেন হাসপাতালটির পরিচালক।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বা‌কির হো‌সেন বলেন, আমাদের চিকিৎসক ও পরিচ্ছন্নতাকর্মীর সংকট। মন্ত্রী মহোদয়কে বিষয়টি অবগত করা হয়েছে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এই অবস্থা থেকে পরিত্রাণ করবেন।

এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালেও করোনা ইউনিট চালু করা হয়েছে। প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ