আল্লামা শফিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। হেফাজতে ইসলামে পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আল্লামা শফি’র ব্যক্তিগত সহকারি গণমাধ্যমকে বলেন, হুজুরের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে ওনার কিছু শারীরিক চেকআপ করার প্রয়োজন। তাই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। ওনাকে আজগর আলী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ১০৩ বছর বয়স্ক এ আলেম বর্তমানে বার্ধক্যজনিত কারণে নানান শারীরিক সমস্যায় ভুগছেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টে সমস্যাসহ নানা রোগ বাসা বেঁধেছে তার শরীরে। তাই প্রায় এসব রোগ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

এর আগে শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ