মুহাম্মদ মহিউদ্দিন ঃ
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ,ভাষা শহীদদের স্মরণে সর্বত্র বাংলা ভাষা চালু, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্যদিয়ে সারা দেশে পালন করেছে এই দিবসটি । সারা ন্যায় যথাযোগ্য মর্যাদায়
পালন করেছে শোক আর গর্বের অমর একুশে ফেব্রুয়ারি 16 বাংলা টিভির পরিবার বর্গ। শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্প অর্পণ করেছেন 16 বাংলা টিভি, আজকের সত্যসংবাদ পত্রিকা, ও মুক্তখবর২৪.কম পরিবার বর্গ ।
এতে উপস্থিত ছিলেন উল্লেখিত টিভি , পত্রিকা ও অনলাইন র্পোটালের প্রকাশক সম্পাদক হাজ্বী হারুন উর- রশিদ, 16 বাংলা টিভির হেড অব নিউজ আমিনুল হক শাহীন, বার্তা সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন , ক্যামেরা পারসন আলা উদ্দিন খোকন সহ আরও অনেকে।