সুবর্ণচর উপজেলা সমিতি,চট্টগ্রাম এর জীবন সদস্য মাঈন উদ্দিনের জন্য দেয়া কামনা

সুবর্ণচর উপজেলা সমিতি,চট্টগ্রাম -এর জীবন সদস্য, AKH Group এর ম্যানেজার(অডিট) মোঃ মাঈন উদ্দিন ফরহাদ আজ কয়েকদিন যাবৎ জরাক্রান্ত।

গতকাল ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশনাল ডিজিজেস (BITID)- এ তার কোভিড-১৯ পরীক্ষার জন্য স্যাম্পল দেয়া হয়েছে।

 

রিপোর্টের অপেক্ষায় আছি এবং চট্টগ্রামে তার শ্বশুরের বাসায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা চলছে। আমাদের এই ছোট ভাইটি’র জন্য সকলের নিকট দোয়া কামনা করেন” পি বি আই পুলিশ প্রশাসন” আবুজাফর মোঃ ওমর ফারুক”  আল্লাহ্ যেন পরীক্ষায় তার কোভিড-১৯ নিগেটিভ আনে এবং দ্রুত সুস্থ্য করে দেন।

 

তিনি  তার চিকিৎসার যাবতীয় খোঁজ-খবর নিচ্ছেন  কেউ তাকে সরাসরি ফোন করে খোঁজ নিতে চাইলে সে আতঙ্কিত হতে পারে। অতি প্রয়োজনে আমাকে বা তার ছোটভাই জাহেদ’কে ফোন দিতে পারেন”

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ