সিএমপি পুলিশ কমিশনার ভালো কাজের জন্য ১৪ পুলিশ সদস্য কে পুরস্কৃত করলেন

নিজস্ব প্রতিবেদক::০৬জুন,চট্টগ্রাম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ কমিশনার  সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম গত ৩ জুন সকাল ১০ টায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ৬০  পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান এবং  রমজান মাস জুড়ে ছিনতাই অপরাধ দমনে দায়িত্বশীল ভূমিকা পালন করায় ১৪  পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

সভায় এপ্রিল ২০২১ যথাযথভাবে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার সহ মানিবক কাজের উৎসাহ স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়  বলে সিএমপির জনসংযোগ কর্মকর্তা সূত্রে জানান।

এছাড়া পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের আবেদনের প্রেক্ষিতে সিএমপি`র সেবা তহবিল হতে ৩২ জন  পুলিশ সদস্য  কে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক  অনুদান  বিতরণ করেন পুলিশ কমিশনার নিজেই।

এপ্রিল ২০২১ মাসে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে পুরস্কৃত হয়েছেন উপ-পুলিশ কমিশনার (বন্দর)এস এম মেহেদী হাসান, বিপিএম(বার), পিপিএম (বার)। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী বিজয় বসাক-উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)বিপিএম, পিপিএম(বার), শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী মোঃ মোখলেছুর রহমান-উপ পুলিশ কমিশনার (উত্তর),শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা-সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন),শ্রেষ্ঠ পিআই  অনিল বিকাশ চাকমা  (আকবরশাহ থানা) ,

শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন এস.আই(নিঃ)-শরীফ উদ্দিন, ডবলমুরিং থানা এবং সভায় রমজান মাসে ছিনতাই অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করায় উপ-পুলিশ কমিশনার (পশ্চিম)মোঃ আব্দুল ওয়ারীশ  পুরস্কৃত হয়েছেন ।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)   সানা শামীনুর রহমান,  অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(সদর মোঃ আমির জাফর  সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনারপুরস্কার বিতরণ পূর্বে বলেন, ভালো কাজের জন্য একটি মানবিক উদ্যোগই যতেষ্ট, এজন্য শতশত পুলিশ ফোর্স প্রয়োজন পড়ে না।তাই-সবাই পুলিশের পোষাক পড়ে সেবার মনোভাবে মানবিক পুলিশ হতে অনুরোধ জানান।

 

 

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ