সাতকানিয়া কেরানীহাটে নিউমার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে গেছে

সাতকানিয়া প্রতিনিধিঃ২৯মে

উপজেলার সাতকানিয়া  কেরানী হাটে নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টায় কেরানিহাট বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানিহাট বাজার এলাকার নিউমার্কেটে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন মার্কেটের চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সিএম মারুফ বলেন, ‘কেরানিহাট বাজারের নিউমার্কেট এলাকায় আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। কিছুক্ষণ পর আরও একটি গাড়ি পাঠানো হয়।

দুটি গাড়ি মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।’ আমাদের সাতকানিয়া প্রতিনিধি সূত্রে জানাই, এই রিপোট লিখা পর্যন্ত কোন হতাহতির খবর দিতে পারছেন না……।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ