ফ্লাইওভার কেন্দ্রিক ডাকাত দলের ৭ সদস্যকে আটক করলেন কোতোয়ালী পুলিশ টিম

নিজস্ব প্রতিবেদকঃ২৯আগস্ট

গত ২৮ আগস্ট এস আই(নিঃ)-সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার  ফোর্স সহ কোতোয়ালী থানাধীন  ওয়াসা এলাকায়  পুলিশের  বিশেষ অভিযানে  জমিয়াতুল ফালাহ মসজিদের দক্ষিণ পার্শ্বের মাঠ সংলগ্ন পরিত্যক্ত পাকা ঘরের ১নং কক্ষে৬নং আসামীদেরকে আটক করলে ব্যাপক জিজ্ঞাসাবাদের পালিয়ে যাওয়া ব্যক্তিদের গোপন সংবাদ দিলে একপর্যায়ে তারা তাদের নাম ঠিকানা প্রকাশ করে।

এসময়  ধৃত ১-৬নং আসামীদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে একটি কাঠের বাটযুক্ত দেশীয়
তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), লোহার তৈরী তালাকাটা কাটার, ০২টি লোহার তৈরী ছেনী,০৫টি টিপ ছোরা পেয়ে ইং ২৮/০৮/২০২১ তারিখ রাত সাড়ে ১২টার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-ঠিকানাসহ পলাতক আসামীর নাম ঠিকানা প্রকাশ করে।

তাৎক্ষনিক ধৃত আসামীদের সাথে নিয়া চকবাজার থানাধীন দামপাড়া মসজিদ গলি এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৭নং আসামী মোঃ মহসিন উদ্দিন প্রকাশ টুকু(৩০) কে গ্রেফতার করে।

গ্রেফতারের পরবর্তী সকল আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা বহদ্দারহাট হতে
লালখান বাজারগামী ফ্লাইওভারের গাডারে ছিনতাই ও ডাকাতি করার জন্য ওৎ পেতে থাকে।
সুযোগ বুঝে তারা ছিনতাই করে থাকে। এছাড়া তারা পূর্ব পরিকল্পিতভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র এলজি ও টিপ ছোরা সহ অন্যান্য আলামত নিয়ে রাতের বেলায় ফ্লাইওভারের নিচে নির্জন এলাকায় এবং ঘটনাস্থলের আশপাশ সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন
স্থানে ডাকাতি করে।

আসামীরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য ফ্লাইওভারের গার্ডারের ভিতরে স্ল্যাবের কোনায় বিশেষ কায়দায় বসবাস করে। পুলিশ আসার সন্ধান পাওয়া মাত্রই ফ্লাইওভারের গার্ডারের পাশে ফাঁকা অংশ দিয়ে পাইপ বেয়ে নিচে নেমে বা ফ্লাইওভারের উপরে উঠে পালিয়ে যায়।

ধৃত আসামীরা আরো জানায় যে, তারা বিভিন্ন সময় তাদের সহযোগীরা সহ ভোর ও রাত্রিবেলায় অবৈধ অস্ত্র সহ চট্টগ্রাম মহানগর এলাকায় ছিনতাই/ডাকাতি করে ও ছিনতাই/ডাকাতি শেষে ফ্লাইওভারের বিভিন্ন গাডার এর ভিতর গিয়া ছিনতাই/ডাকাতির মালামাল ভাগ বাটোয়ারা করে থাকে।

আসামীরা পেশাদার অপরাধী চক্রের সদস্য। ছিনতাই ও ডাকাতি করিয়া জীবিকা নির্বাহ করাই তাহাদের একমাত্র আয়ের উৎস। পলাতক আসামী গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এসআই/সুকান্ত বাদী হয়ে এজাহার দায়ের করলে আসামীদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ধারা ও ঞযব অৎসং অপঃ ১৮৭৮ ংবপঃরড়হ ১৯অ/১৯(ভ) ধারার ০২টি মামলা রুজু হয়।

উল্লেখ্য যে, ধৃত ১নং আসামীর বিরুদ্ধে সিএমপি’র চকবাজার থানায় পেনাল কোড এর ৪১৩ ধারায় ০১টি মামলা, ধৃত ২নং আসামীর বিরুদ্ধে সিএমপি’র চকবাজার থানায় পেনাল কোড এর ৪৫৭/৩৮০ ও ৩৭৯/৪১১ ধারায় ০২টি মামলা, ধৃত ৩নং আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে ০১টি মামলা, ধৃত ০৪নং আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে ০১টি মামলা, ধৃত ০৫নং আসামীর বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় ০১টি ও মাদকদ্রব্য আইনে ০১টি সহ মোট ০২টি মামলা আছে।
উদ্ধারকৃত আলামত- একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), লোহার তৈরী
তালাকাটা কাটার, ০২টি লোহার তৈরী ছেনী, ০৫টি টিপ ছোরা।

অভিযান পরিচালনাকারী টিমের নাম ঃ এসআই(নিঃ)/সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার এসআই/মোঃ মোমিনুল হাসান, এএসআই/অনুপ কুমার বিশ^াস, এএসআই/সাইফুল আলম, এএসআই/রনেশ বড়–য়া, এএসআই/মোঃ মোর্শেদুল আলম, কং/৫২৭ উইলামং চৌধুরী, কং/১৬২১ মোঃ জাবেদ সর্ব কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- ০১) মোঃ হৃদয় হোসেন (১৯), ০২) শহিদুল ইসলাম মনা(২২), ০৩) চাঁন মিয়া(২১), ০৪) মোঃ হাসান (১৯) ০৫) মোঃ আরিফ(১৯), ০৬) আনিচ(১৯) ০৭) মোঃ মহসিন উদ্দিন প্রকাশ টুকু(৩০)।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ