পটিয়া প্রতিনিধিঃ১৫জুলাই,চট্টগ্রাম
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী এলাকায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ১২ জুলাই সোমবার ভুক্তভোগীর ভাই রাতে পটিয়া থানায় একজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী(কলেজ ছাত্রী) শনিবার সকালে কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কলেজ থেকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে পটিয়ার ছনহরা ইউনিয়নের গুয়াতলী এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারিক সূত্রে জানা গেছে, এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সকালে ঐ ছাত্রী প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য পটিয়া যান। সারা দিন ঘোরাফেরার পর রাত ১০টার দিকে জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে ঐ যুবক। এক পর্যায়ে ছাত্রী ঐস্থান থেকে বের হয়ে সাবিত্রী আশ্রমের দিকে চলে আসার চেষ্টা করলে প্রেমিক(র্দূবৃত্ত) ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে পেটের দুই পাশে আঘাত করে ও মাথায় গুরুতর জখম করে পালিয়ে যায় বলে উদ্ধারকারী স্থানীয়রা প্রতিবেদক কে জানিয়েছেন।
এব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় গতকাল (১৩জুলাই) রাতে একটি ধর্ষণ মামলা করেছেন। পুলিশ টিম আসামিকে ধরতে অভিযান অব্যাহেত রেখেছে।
উল্লেখ্য, শনিবার ১০ জুলাই রাত ১১টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামে এ ঘটনা ঘটেছে বলে থানায় এজাহার সূত্রে জানা গেছে।
—————————-
অপর একটি সংবাদে পুকুরে ডুবে শিশুর মৃত্যুঃ
পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে মাঝিরপাড়া এলাকায় নাইমা আকতার নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ১৪ জুলাই সকালে এই ঘটনা ঘটেছে। নিহত নাইমা আকতার(০২)ঐ এলাকার প্রবাসী মোহাম্মদ সৈয়দ নুরের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ। তিনি জানান, সকালে খেলতে গিয়ে নাইমা বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুঃ
উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বাথুয়া পাড়া গ্রামে ঐ এলাকার স্বপন সর্দ্দারের ছেলে প্রান্ত সর্দ্দার(০৬)বছর বয়সী শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়।
গত ১৩ জুলাই মঙ্গলবার, সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মিংকু , এক শিশুর মরদেহ পুকুরে ভাসতে দেখে লোকজন হতবাক হয়ে খবর দিলে সবাই হতবাগ হয়ে যান।
তিনি বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।