বিশেষ প্রতিবেদকঃ১১সেপ্টেম্বর
নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ হরিস দত্ত লেইন ২০/এ ৩য় তলা ও নবাব সিরাজদৌল্লা রোড, ১৬৯ কাজেম আলী লেইনস্থ মাহবুব-ই-রাব্বানীর গ্রীন হাউজ নামক বাড়ীর ৩য় তলার বাসায় এবং গত ১৯/০৩/২০২১ইং দুপুর ২টার হতে কুসুমকুমারী স্কুলের বিপরীতে আম্বিয়া হাউজ, ৪র্থ তলায় ফ্লাটে অজ্ঞাতনামা চুরি করে নিয়ে যায় মর্মে উল্লেখ পূর্বক পৃথক পৃথকভাবে মামলা রুজু হয়।
চোরেরা স্বর্ণালংকার ও নগদ অর্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল চুরি করেছেন বলে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ টিম ঝটিকা অভিযানে নামেন।
থানায় ডায়রী ওঅভিযোগ সূত্রে গত২/৩মাসের বেশ কয়েকটি চুরির ঘটনায় আলামত ধরে উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক-বিপিএম, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ,উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন),অফিসার ইনচার্জ,মোহাম্মদ নেজাম উদ্দীন, এর নেতৃত্বে গত ৯সেপ্টেম্বর ফিরিঙ্গীবাজারস্থ জে এম সেন স্কুল সংলগ্ন এলাকায় অভিযান কালে সন্দেহভাজন তিনজন রিক্সা চালক মোঃ শরিফ (৩৮),মোঃ আব্দুল জলিল (৩০) এবং প্রণব ধর (৬৫)কে আটক করেন।
এ সংক্রান্তে সিসিটিভি ফুটেজের সূত্রমতে ৯সেপ্টেম্বর আনুমানিক সময় রাত্র সাড়ে ১১টায় ১টি সেলাই রেঞ্জ, ১টি ছেনী, ১টি ট্রাভেল ব্যাগ ও ১টি রিক্সা সহ কে ধৃতদের ফিরিঙ্গীবাজার আটক করলে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত মামলা সমূহের ঘটনার কথা স্বীকার করে এবং চোরাইকৃত স্বর্ণালংকার প্রণব ধর (৬৫) এর নিকট বিক্রয় করার কথা স্বীকার করে।
চোরাইকৃত স্বর্ণালংকার ক্রেতা প্রণব ধর (৬৫) স্বীকার করে বলেন, ১) মোঃ শরিফ (৩৮), পিতা-মৃত আব্দুর রশিদ,ইসমাইল প্রধানের বাড়ী, আদারা হাই স্কুলের উত্তর পাশে, থানা-মতলব উত্তর, বর্তমান-ওয়ালেশ, ২ নং গলি, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম এবং ২) মোঃ আব্দুল জলিল (৩০), পিতা-মোঃ বাবুল, সাং-বাকসমুল, নুরু মিয়ার বাড়ি, থানা-বুড়িচং-কুমিল্লা, বর্তমানে-মাষ্টারলেইন, গীর্জা স্কুল, জাবেদের ভাড়াটিয়া, খুলশী- চট্টগ্রাম এর কাছ থেকে স্বর্ণালংকার কম দামে কিনি। এরা মূলত দিনের বেলায় বিভিন্ন মালিকের ভাড়ায় রিক্সা চালক হিসিবে পরিচিত।
প্রনব ধরের পুরাতন স্বর্নের দোকান হাজারী লেইনে রয়েছে বলে কোতোয়ালী থানায় মামলা সূত্রে জানা গেছে। এদের বিরুদ্ধে চোরাকারবারী ও ডাকাতী ওলুটরাজ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।