নিয়মিত মামলা নিষ্পত্তি, আসামী গ্রেফতার, গ্রেফতারী পোরয়ানা নিষ্পত্তি, বি রোল প্রেরণ এবং প্রসিকিউশন দাখিল করায়
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছে।
রোববার দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। পরে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোছা. শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. আবদুল্লাহ আল ইমরানসহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইতিপূর্বেও তিনি দুই বার টাঙ্গাইলের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছিলেন।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি