চলতি মাসেই আইপি টিভির অনুমোদন : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ডেস্ক নিউজঃ০৪আগস্ট

চলতি মাসেই আইপি টিভির অনুমোদন দেয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।  সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের  ব্রিফিংয়ে  এ তথ্য জানান তিনি।

এসময় তিনি বলেন, দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। আমরা ইতোমধ্যেই রেজিস্ট্রেশনের আবেদন আহ্বান করেছি। সব মিলিয়ে ৬০০ এর মতো আবেদন পড়েছে। এ মাসের মধ্যেই কিছুর অনুমোদন দেবো।

যে নীতিমালা পাস হয়েছে, সেখানে বলা হয়েছে, আইপিটিভি রেজিস্ট্রেশনের অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।

তিনি আরও বলেন, কিছু আইপি টিভির বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়, নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। ইতোমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভি ‘জয়যাত্রা টিভি’র ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ