চট্টগ্রামে বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর আইন-শৃংখলাবাহিনীর সদস্যরা

স্টাফ রিপোটারঃ২৫জুলাই

মহামারি “করোনাভা্রইরাস” প্রতিরোধে  সরকাররি বিধিনিষেধ বাস্তবায়নে তপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

লকডাউনের  ৩য় দাফের  ২য়দিনে  রোববার   সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই চলছে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম। ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের সমন্বয়ে নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

করোনা সংক্রমণ এড়াতে এসময় জরুরী প্রয়োজন ব্যাতিরেকে ঘরেই অবস্থান করা সহ নিরাপদে-স্বাস্থ্য বিধি মেনে চলার প্রতি অনুরোধ জানিয়েছেন সিএমপি পুলিশ কমিশনার সালেহ আাহম্মদ তানভীর পিপিএম।

নগরীর প্রতিটি গুরুত্বপূর্ন পয়েন্টে প্রতিদিন নিয়মিত চেকপোষ্ট স্থাপন ও সন্ধ্যায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর টইল অব্যাহেত রয়েছে বলে সিএমপি জানাই।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ