প্রেস বিজ্ঞপ্তীঃ২১আগস্ট
একজন মুসলমানের কাছে অপর মুসলমান যেমন নিরাপদ, তেমনি নিরাপদ অন্য সকল ধর্মের মানুষ। ইসলাম শান্তির ধর্ম। মানুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না। কিছু সংখ্যক গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেওয়ার আশায় ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যস্ত রয়েছে।
এতে সমাজ ও রাষ্ট্র উভয়েই ক্ষতিগ্রস্ত হয়। এই সকল অপতৎপরতা রুখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণার বিকল্প নেই।
এ লক্ষ্যে গতকাল (২০ আগস্ট) শুক্রবার বন্দর নগরীর ৯৬ টি বিটের সমগ্র এলাকায় জনসাধারণের মাঝে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জঙ্গীবাদ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, স্ব স্ব থানার বিট অফিসারগণ জুমার নামাজের খুতবার আগে ধর্মপ্রাণ মুসল্লীদের উদ্দেশ্যে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন।
যেন কেউ অপরাধ মূলক কাজে জড়িয়ে দেশ-সমাজ ও পরিবার কে বিপদে না ফেলেন। আসুন আমরা সবাই-শান্তির ইসলাম শুদ্ধভাবে প্রচার করি।