স্টাফ রিপোটারঃ৩১আগস্ট
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) করোনায় মারা গিয়েছিলেন ১০ জন আর শনাক্ত হয়েছিলেন ১৪৪ জন।
মঙ্গলবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২০৬ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১২১ জন। বাকি ৮৫ জন বিভিন্ন উপজেলার।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৩৪১ জন।