চট্টগ্রামে করোনায় আজও ১৫ মৃত্যু:এ পর্যন্ত ১,৫৯ জনের মৃত্যু হয়েছে

স্টাফ রিপোটারঃ০৮আগস্ট

     চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন। আর একই সময়ে নতুন করে শনাক্ত ৯৩৩ জন।

রবিবার (৮ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের দশটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৩ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৩৩ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৫১৯ জন। বাকি ৪১৪ জন বিভিন্ন উপজেলার।  সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৫২১ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১০ জন নগরের বাসিন্দা, বাকি ৫ জন বিভিন্ন উপজেলার।

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহানগরের ৬২১ জন আর বাকি ৪৩৮ জন বিভিন্ন উপজেলার।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ