স্টাফ রিপোটারঃ২৩আগস্ট
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জন মারা গেছেন । একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২১৯ জন। এ নিয়ে মোট শনাক্ত ৯৭ হাজার ৩৫২ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে সোমবার (২৩ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করে ২১৯ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১১৯ জন। বাকি ১০০ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৩ জন নগরের বাসিন্দা, বাকি ৩ জন বিভিন্ন উপজেলার।
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে।