চট্টগ্রাম শিশু একাডেমিতে জাতীয় শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তীঃ১৬আগস্ট

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উদযাপন উপলক্ষে গতকাল ১৫ আগষ্ট রোববার চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসুচীর মধ্যে ছিল-সকাল ৮টায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, সকাল সাড়ে ৯টায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার নেতৃত্বে  জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

এছাড়া দিবসটি উপলক্ষে শিশু একাডেমিতে বঙ্গবন্ধু বিষয়ক পুস্তক প্রদর্শনী, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ