কক্সবাজার-চকরিয়া প্রতিনিধিঃ৪আগস্ট
চট্টগ্রাম র্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামে পাঠানোর জন্য বুকিং করেছে ইয়াবা এমন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট যাত্রীবেশে একটি মাইক্রোবাস যোগে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন পৌর মার্কেট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি কালে বিপুল পরিমান ইয়াবা সহ রুকন মিয়া (৩১), পিতা-জালু মিয়া, সাং-বুল্লা, থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জকে আটক করে।
সোমবার সন্ধ্যায় র্যাবের বিশেষ অভিযানে ধৃত রুকন মিয়া (৩১) জানাই, মাদকের একটি চালান কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে চট্টগ্রামে পাঠানোর জন্য বুকিং করেছে।
র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কুরিয়ার সার্ভিসের কে কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো উ-১১-৪১৯১ ) কে থামানোর সংকেত দিলে একজন ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামীকে আটক কালে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে । সে পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানোমতে কাভার্ডভ্যান তল্লাশি করে ২৩,১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় র্যাবের গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের নিমিত্তে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের মিডিয়া অফিসার মোঃ নূরুল আবছার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।