রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ ২০২২ সালের এস এস সি পাশ এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমারখালী শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব। কুমারখালী উপজেলা যুব অধিকার পরিষদ শাখার সভাদপতি সাধক হারুনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন, রাজনৈতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান, ইসলামী ব্যাংকের ভাইসচেয়ারম্যান মতিউর রহমান, শিক্ষানুরাগী রেজা আহমেদ, যুব অধিকার পরিষদ কুষ্টিয়ার আহবায়ক সাজেদুল বিপুল, সদস্য সচিব সাবেক সেনা সদস্য মতিউর রহমান, যুগ্ন আহবায়ক আলমাস হোসন,জিলহজ আহমেদ, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত সভাপতি তানভীর।
এ ছাড়াও বিপ্লব, শ্রমিক নেতা তরিকুল ইসলাম, কুমারখালী থানা গণ অধিকার পরিষদের সুমন আহমেদ, সুমন মল্লিক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন যদুবয়রা ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহবায়ক মোল্লা রাসেল।