কালিহাতীতে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২য় পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প “বীর নিবাস” নির্মাণ কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে পারখী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার সিকদারের বাড়িতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে ওই বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু, পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন, সাবেক কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহাম্মেদ রাজু সহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন পারখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ তালুকদার।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ