নিজস্ব প্রতিনিধিঃ৩জুলাই
করোনায় বন্দর৩৮নং ওয়ার্ড বরখান পাড়ায় হাসান নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম–মুহাম্মদ হাসান,পিতা: মুহাম্মদ লোকমান ঠিকানা: বাকের আলী ফকিরের টেক, ৩৮নং ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশর, বন্দর , চট্টগ্রাম। সেবা: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করা মরহুম কে গোসল-কাফন সম্পন্ন করে হালিশহরস্থ নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।

গোসল এবং কাফন সম্পন্ন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ
চান্দগাঁও থানা শাখার টিম।আজ শনিবার ৩ জুলাই ২০২১ ইং মরহুমের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।
একটি সূত্রে জানা গেছে যে, তার স্ত্রী ও করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসারত আছেন।
ছবি ওতথ্য–গাউসিয়া কমিটি চান্দগাঁও থানা ,চট্টঃ