নিজস্ব প্রতিবেদকঃ২৪আগস্ট
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাঃসম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধুকে ৭৫’র ১৫ আগস্ট স্ব-পরিবারে হত্যা করে একাত্তরের পরাজিত অপশক্তির দোসররা ভেবেছিল আবার পাকিস্তান কায়েম হবে। সেদিন যা ঘটেছিল তা পৃথিবীর জঘন্যতম অপরাধ।
এ অপরাধ আড়াল করতে হত্যাকারীদের অপরাধের দায়মুক্তি জন্য রাতারাতি ইনডেমনিটি আদেশ জারি হয়। যাকে জিয়াউর রহমান আইনসিদ্ধ করেন এবং হত্যাকারীদের পুর্নবাসিত ও পুরস্কৃত করেন। এ অপপ্রয়াস ইতিহাসের পাপবিদ্ধ অধ্যায়। যে কারণে নতুন প্রজন্ম অভিশাপগ্রস্ত।
গত ২২ আগস্ট রোববার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাহাড়তলী থানা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় সিডিএ মার্কেট চত্বরে ত্রাণসামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন তা শোষিত মানুষের বাসযোগ্য ভূমির জন্য। শুধু ভৌগোলিক স্বাধীনতা জাতির জন্য যথেষ্ট পরিচয় নয়, মূল লক্ষ্য সাম্য-মৈত্রী- শান্তি ও প্রগতির জয়যাত্রা রচনা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে আরাধ্য জয়যাত্রার নেতৃত্ব দিচ্ছেন।
এবারের জাতীয় শোক দিবস ভিন্নমাত্রায় এসেছে। এটা হলো করোনাকালের দুর্যোগ-দুর্বিপাক মোকাবেলা করে সুন্দর একটি আগামীর প্রত্যাশা।