এমপি লতিফ’র পক্ষ ৪টি স্পটে জনসাধারণের মাঝে মাস্ক ও সাবান বিতরণ

 প্রেস বিজ্ঞপ্তীঃ২৫আগস্ট

শোকাবহ আগস্ট মাস ও জাতীয় শোক দিবস উপলক্ষে এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে  চট্টগ্রাম-১১ নির্বাচনী এলাকায়   সর্বসাধারণের মাঝে  গত ২৩ আগস্ট মাস্ক ও ডেটল সাবান বিতরণ করা হয়। দেশে মহামারী করোনার সংক্রমণের হার আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

করোনা সংক্রমণরোধে জনগণকে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক ব্যবহার ও ঘন ঘন সাবান দিয়ে হাত ধৌত করার জন্য উদ্বুদ্ধ করতে এম. এ. লতিফ এমপি এই মহতি উদ্যোগ গ্রহণ করেন।

 পিকআপ ভ্যান করে চট্টগ্রাম-১১ আসনের ৪টি স্পটে আগ্রাবাদস্থ বাদামতলী মোড়, সল্টগোলা রেলক্রসিং, ইপিজেড ও স্টীল মিল বাজার এলাকায় প্রায় ৩ হাজার জনসাধারণের মাঝে জনপ্রতি একটি মাস্ক ও একটি ডেটল সাবান বিতরণ করা হয়। নগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া   এমপি’র পক্ষে হাজার হাজার মানুষের মাঝে  মাস্ক ও সাবান বিতরণ করেন।

এই কার্যক্রমের সহযোগিতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। মাস্ক ও সাবান বিতরণকালে আরো যারা  উপস্থিত  থেকে কার্যক্রমসহায়তা করেন  ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতাউল্লাহ, ওয়ার্ড আঃ লীগ’র সাঃসম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, দপ্তর সম্পাদক মোঃ ওয়ারিশ আলী খান, ২৭ নং ওয়ার্ড আঃ লীগ সভাপতি আজিজ মোল্লা, প্রবীণ আঃ লীগ নেতা এজহার মিয়া।

৩৮ নং ওয়ার্ড ইউনিট আঃ লীগ’র সভাপতি মোঃ ইমতিয়াজ মেম্বার, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ’র  সভাপতি মোঃ ইমাম হোসেন, আঃলীগ নেতা নেছার মিয়া আজিজ, নজরুল ইসলাম মিন্টু, কমার্স কলেজ’র ছাত্রলীগ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন শান্ত,  যুবলীগের নজরুল ইসলাম,  মোঃ সালাউদ্দিন, ব্যারিস্টার কলেজ ছাত্র সংসদের ভিপি জাহিদ হোসেন খোকন, কলেজ ছাত্রলীগ’র সহ-সভাপতি ফারুক হোসেন সুমন, মহানগর ছাত্রলীগ’র সহ-সম্পাদক মোঃ আরিফ,  জাহেদ আলী  , যুবলীগ নেতা মোঃ টিপু ও মোঃ মনির।

এছাড়া   স্বাধীনতা নারী শক্তি পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম,   শাহিনুর আক্তার, গোলতাজ বেগম শান্তা ও সহকারী পরিচালক মোহছেনা আক্তার।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ